মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় 'ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ ॥ দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দেয়ার চেষ্টা' শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। একদল কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন ও লাঞ্ছিত করার জন্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়েছেন। যা আমার শিক্ষকতা ও স্কাউটিং জীবনের জন্যে অত্যন্ত মানহানিকর ও দুঃখজনক।

২০০৪ সাল থেকে আমি পুরান রামপুর আব্দুর রব আলিম মাদ্রাসায় সুনামের সাথে দীর্ঘ ২০ বছর শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছি এবং নিজে স্কাউটিং কার্যক্রমে সক্রিয় আছি। বাংলাদেশ স্কাউটস ফরিদগঞ্জ উপজেলার ১১তম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা-২০২২-এ ব্যালটের মাধ্যমে ভোট প্রক্রিয়ায় আমি ভোটারদের ভোটের মাধ্যমে উপজেলা স্কাউট সম্পাদক নির্বাচিত হই। নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমি নিজের সর্বোচ্চ প্রচেষ্টায় উপজেলার সকল স্কাউটিং কার্যক্রম পরিচালনার জন্যে সচেষ্ট ছিলাম, এখনো আছি। এ পর্যন্ত প্রতিটি কাজে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে আমি আমার কার্যক্রম পরিচালনা করেছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্যে যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমি তদন্ত কমিটি উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস ও শ্রদ্ধা রেখে আহ্বান করে বলছি, এক পক্ষীয় আচরণ না করে, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে যৌক্তিক ও সঠিকতা যাচাই-বাছাই করে বিষয়টির তদন্ত পরবর্তীতে যা সিদ্ধান্ত দেয়া হবে আমি তা মেনে নেবো। উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর এই সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই।

জিয়াউর রহমান, সম্পাদক

বাংলাদেশ স্কাউটস, ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ, চাঁদপুর।

জিডি-১৫৬৮/২৪

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়