প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কচুয়ার নবাগত ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মুহাম্মদ হেলাল চৌধুরী যোগদান করেছেন। ৮ সেপ্টেম্বর রোববার বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণিসহ অফিসার্স ক্লাবের সদস্যরা। ১৯ আগস্ট সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন এবং কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদকে কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। গত ২ এপ্রিল লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান বাঁশখালীর সন্তান মুহাম্মাদ হেলাল চৌধুরী। ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলায় নিয়োগ প্রাপ্ত হন তিনি। পরবর্তীতে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চাঁদপুর জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেন। তিনি ২০২২ সালে চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন সেরা ভূমি অফিসার হিসেবে পুরস্কারপ্রাপ্ত হন। পরে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব কোকদন্ডী গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হেলাল চৌধুরী । তাঁর পিতা মোহাম্মদ মকসুদ চৌধুরী বাঁশখালী ডিগ্রি কলেজে চাকুরি করতেন। ৭ ভাই বোনের মধ্যে হেলাল চৌধুরী সবার বড়। বিসিএস (এডমিন) সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে তিনি চট্টগ্রামে কাস্টমস অফিসার হিসেবেও কর্মরত ছিলেন।