শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দিন

-----মোহাম্মদ মোশাররফ হোসেন

মোহাম্মদ মহিউদ্দিন ॥
বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দিন

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা তারেক রহমান ও খালেদা জিয়ার প্রাণ। আপনারাই নিবেদিতপ্রাণ এবং নিবেদিত কর্মী। আমরা আমাদের জেলা বিএনপির নির্দেশক্রমেই খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ জিয়া এবং ধানের শীষের কাজ করি। আমি তাঁদের নির্দেশক্রমেই এই কচুয়ায় বিএনপির কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যারা এ কমিটির বাইরে কথা বলবে তারা বিএনপির কেউ না। আপনারা ইতোমধ্যেই দেখেছেন দলের নাম ভাঙ্গিয়ে দেশে খুন, মারামারি, লুটপাট করার দায়ে প্রায় ২শ’ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপমহাদেশে জনপ্রিয়। তাঁর নির্দেশেই বিএনপি পরিচালিত হচ্ছে। তাঁর নির্দেশ দলে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দিন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে গণতন্ত্র ফিরে পেয়েছি, তা নস্যাৎ করতে চাই না। যারা বিশৃঙ্খলা করে তারা ছাত্র-জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করতে চায়। আপনারা সকলে একজোট হয়ে এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আজকে এই সমাবেশে বিএনপির যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনারা সকলে বিএনপির প্রাণ, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রাণ। আপনাদের মাধ্যমে যেহেতু বিএনপির শক্তি ও মুক্তি হয়েছে, তাই আপনাদের মাধ্যমেই তা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তিনি গতকাল সোমবার বিকেলে কচুয়া উপজেলার বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে পাথৈর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির সভাপতিত্বে মোস্তফা কামাল বিএসসি ও সাধারণ সম্পাদক আলমাস হোসেন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন জাকির, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহান ও অ্যাডঃ মোস্তাক আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক হাবীব উল্যাহ হাবীব ও সদস্য সচিব আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন, পৌর কৃষকদলের সভাপতি মফিজুল ইসলাম মধু, পাথৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়