প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আষ্টা মহামায়া পাঠশালার প্রধান শিক্ষকের পদত্যাগ
ফরিদগঞ্জের আষ্টা মহামায়া পাঠাশালার প্রধান শিক্ষক লোকমান হোসেনের পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ছাত্র-জনতার একটি অংশ গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও প্রেসক্লাবে জমা দিয়েছে।
জানা গেছে, সোমবার দিনভর আষ্টা মহামায়া পাঠাশালার প্রধান শিক্ষক লোকমান হোসেনের বিরুদ্ধে ছাত্র-জনতা স্কুল মাঠে আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে বিদ্যালয়ের প্যাডে প্রধান শিক্ষক পদত্যাগ করার বিষয়টি লিখিতভাবে প্রদান করেন। পদত্যাগপত্রে স্থানীয় ইউপি সদস্য মাছুম বিল্লাহ, খোরশদ আলম, কামরুল ইসলামসহ বেশ ক’জন লোকের স্বাক্ষর রয়েছে।
এদিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত হতে প্রধান শিক্ষকের মুঠোফোনে কল করে তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।