প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পৌর ফিডারে দুটি ওয়ার্ড যুক্তকরণের দাবি
ফরিদগঞ্জে অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
ফরিদগঞ্জ পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডকে বিদ্যুতের পৌর ফিডারে সংযুক্তকরণের দাবিতে এবং অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল, ঠিকাদার ইমাম হোসেন পাটওয়ারী, ব্যবসায়ী মোহাম্মদ আলী, কামাল মাল, নাজির উদ্দিন হুমায়ুন, শামছুল আলম রিপন, ফারুক হোসেন, ইমান হোসেন পাভেল, ছাত্রদের পক্ষে ইব্রাহিম খলিল, সাদেক হোসেন, রাশেদ হোসেন ও রাজু এবং এলাকাবাসীর পক্ষে শরীফ হোসেন, রাশেদুল ইসলাম, হেলাল উদ্দিন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পৌর শহরের সবচেয়ে কাছের অধিবাসী হয়েও বিদ্যুৎ নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে রয়েছি। গড়ে দিনে ৪/৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ চোখে দেখি না। আমরা দ্রুত পৌর ফিডারের সাথে আমাদের লাইন সংযুক্ত করার দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন ও প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান বরাবর স্মারক লিপি জমা দেন গ্রাহকরা।