প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে হারপাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান
নারীদের নিজেদের কর্ম দিয়েই এগিয়ে যেতে হবে
--ইউএনও মৌলি মন্ডল
প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে হারপাওয়ার প্রকল্পে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সের আওতায় নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল।
তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীরা তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে। এই যাত্রাকে আরো এগিয়ে নিতে হলে নারীদের নিজেদের কর্ম দিয়েই এগিয়ে নিতে হবে। হারপাওয়ার প্রজেক্টের মাধ্যমে সরকার আপনাদেরকে প্রযুক্তির মাধ্যমে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। যাতে আপনারা ঘরে বসেই উপার্জনের নতুন দিক উন্মোচন করতে পারেন। শহর থেকে গ্রাম কোথাও এই ক্ষেত্রে বাধা নয়। শুধু দরকার কঠোর পরিশ্রম। তবেই সফলতা আপনার হাতের মুঠোয় এসে পড়বে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবরার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।
উপজেলা আইসিটি কর্মকর্তা জানান, হারপাওয়ার প্রকল্পের আওতায় উপজেলায় ৪টি ব্যাচে মোট ৮০জনকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।