শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

নিজেদের বাড়ির গোসলখানার পানিভর্তি বালতিতে ডুবে প্রাণ গেলো মুনতাহা নামের এক বছর বয়সী এক কন্যা শিশুর। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের বিনা গাজী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. রিয়াদ পাটওয়ারীর সন্তান।

এ বাড়ির লোকজন জানান, ওইদিন বিকেলে শিশু মুনতাহা আক্তারকে নিজ বসতঘরের পাশে গোসলখানার বালতিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক জানান, মুনতাহা আর বেঁচে নেই।

পরিবারটির ধারণা, শিশুটি খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে গোসলখানায় চলে যায়। এ সময় গোসলখানায় রাখা বালতির পানি নিয়ে খেলাধুলা কিংবা পানি খেতে গিয়ে শিশুটি বালতিতে উপুড় হয়ে পড়ে তাতে আটকে যায়। আর তাতেই মৃত্যু ঘটে শিশুটির।

বালতির পানিতে ডুবে শিশু মুনতাহা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহিউদ্দিন পাঠান নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স এক বছর তিন দিন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, বিষয়টি আমি লোকমুখে শুনেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়