প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অবশেষে লোহারপুল-দোকানঘর রাস্তার জরুরি মেরামত কাজ শুরু
অবশেষে গতকাল রোববার থেকে কাজ শুরু হয়েছে চাঁদপুর শহরের পুরাণবাজারের লোহারপুল থেকে দোকানঘর রাস্তার জরুরি মেরামত কাজ। ভঙ্গুর এই রাস্তাটি পুরাণবাজার থেকে দক্ষিণাঞ্চলের মানুষকে দারুণ ভুগিয়েছে।
জনদুর্ভোগ ও রাস্তার সমস্যা নিয়ে চাঁদপুর কণ্ঠে একাধিক সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি চাঁদপুর পৌর প্রশাসক, এডিএম ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক একরামুল ছিদ্দিকের দৃষ্টিগোচর হলে এ ব্যাপারে ত্বরিৎ ব্যবস্থা নিতে পৌরসভার প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন। সেই মোতাবেক কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
কাজের মান নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে বলে পৌর প্রশাসক তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করে বলেন, কোনো অনিয়ম পরিলক্ষিত হলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী (০১৭১১২৬১০৪৪) কে জানান। প্রতিকার না পেলে আপনার পৌর প্রশাসক (০১৭৩০০৬৭০৫৩) কে অবহিত করুন। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।