শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে অডিটরদের কর্মবিরতি ও গণঅবস্থান

সেলিম রেজা ॥
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে অডিটরদের কর্মবিরতি ও গণঅবস্থান

সিজি কার্যালয় এবং এর আওতাধীন সিজিএ কার্যালয় এবং সিজিডিএফ অডিটরদের বেতন গ্রেড বৈষম্য দূরীকরণের লক্ষ্যে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুর ডিও অফিসের অডিটরদের কর্মবিরতি ও গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

সারা বাংলাদেশে জেলা হিসাবরক্ষণ (ডিও) অফিসের অডিটরদের গত মঙ্গলবার থেকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কর্মবিরতি পালন চলছে। তাদের দাবির প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়েছে । যার নং-৯৩৯৯/২০১৫। এর রায় গত ২ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ প্রদান করা হয়। যা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং ৫৩৩, তাং ২৩/১২/২০১৮ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ৫৫, তাং ২৩/১২/২০১৮-এর আলোকে অডিটর পদে ৬১ জনকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। সে মোতাবেক গত ৮/৮/২০২৪ তারিখ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিজিএ) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। যাতে ১১তম গ্রেড থেকে যেভাবে ১০ম গ্রেডের ৬১ জনকে উন্নীত করা হয়, একই যোগ্যতা এবং একই কাজ করার পরও অন্যদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হবে কেন? সে প্রেক্ষিতে চাঁদপুরে অডিটরদের গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

অডিটরদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে সারাদেশে চলমান কর্মসূচি অব্যাহত থাকায় জেলা সদরের বিভিন্ন অফিসের বিল, ভাউচার আটকে রয়েছে।

এ বিষয়ে অডিটর মোঃ মাসুদুর রহমান বলেন, আমাদের দাবি মহামান্য আদালতে মীমাংসিত, আমরা বৈষম্যের শিকার। আমাদের সাথের একই পদমর্যাদায়, একই শিক্ষাগত যোগ্যতায় কাজ করা ৬১জন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পদোন্নতি পায়। তাহলে আমরা কেনো বঞ্চিত হবো? আমরা তো বাড়তি দাবি করছি না। ন্যায্য দাবি করছি।

এ বিষয়ে কথা হয় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ডিও) বদিউজ্জামানের সাথে। তিনি বলেন, একই গ্রেডের ৬১জন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে মহামান্য হাইকোর্টের আদেশে। তাই অডিটরদের গ্রেড-বৈষম্য দূরীকরণের লক্ষ্যে তারা দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি গ্রহণ করছে। তবে কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে, আশা করি আজ থেকে আমাদের অফিসের কার্যক্রম চালানো সম্ভব হবে।

ক্যাপশন : চাঁদপুর জেলা হিসাবরক্ষণ অফিসে কর্মরত অডিটররা তাদের অফিসের সামনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গণঅবস্থান পালন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়