শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বাকিলা উবি’র বিদ্যোৎসাহী সদস্য হলেন জুয়েল রানা তালুকদার

কামরুজ্জামান টুটুল ॥
বাকিলা উবি’র বিদ্যোৎসাহী সদস্য হলেন জুয়েল রানা তালুকদার

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হলেন একই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জুয়েল রানা তালুকদার। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় অফিস কক্ষে অভিভাবক সদস্যগণের প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। জুয়েল রানা তালুকদার স্থানীয় সন্না তালুকদার বাড়ির আবু তাহের তালুকদারের কনিষ্ঠ সন্তান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সুমন দাস, অভিভাবক সদস্য হোসেন লিটন ওরফে আর্মি লিটন, আবুল হোসেন লিটন, তোয়াব মিয়া, শ্যামল দাস, সিনিয়র শিক্ষক মাওলানা মজিবুর রহমান, ২নং বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শুকুর আলম বেপারী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক খোকন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাবেদসহ অন্য সকল শিক্ষক।

জুয়েল রানা তালুকদার বাকিলা বাজারস্থ ইকরা মডেল একাডেমীর চেয়ারম্যান, প্রথম আলো বন্ধুসভা জেলা শাখার উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলা শাখার শিক্ষা সচিব পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বহু সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে দায়িত্বশীল পদে অধিষ্ঠিত রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়