শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গল্লাক কলেজের এডহক কমিটি নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ফরিদগঞ্জ ব্যুরো ॥
গল্লাক কলেজের এডহক কমিটি নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে দু গ্রুপের মধ্যে সংর্ঘঘের ঘটনায় বিএনপির দু গ্রুপই পরস্পরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। এদিকে অভিযোগ তদন্তে ও এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ও রাতে দু দফায় বিএনপির দু গ্রুপ (এম এ হান্নান এবং লায়ন হারুন গ্রুপ)-এর মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং রাতে গল্লাক বাজারে দু গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত বুধবার (৪ সেপ্টেম্বর) কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ কলেজের এডহক কমিটি জমা দিতে গেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে কে বা কারা তার হাত থেকে কমিটির কাগজ ছিনিয়ে নিয়ে যায়। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ শিক্ষকদের সাথে মতবিনিময় করে চলে যাওয়ার সময় উপস্থিত বিএনপির দু গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে কলেজ আঙ্গিনা এবং গল্লাক বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই ঘটনায় রাতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্রে মতে, বিএনপির দু গ্রুপের সমর্থক তাদের পছন্দের ব্যক্তিকে এডহক কমিটির প্রধান করতে চায়। কেউ চাচ্ছেন লায়ন হারুন গ্রুপের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কচি এডহক কমিটির প্রধান হোক। অন্যরা চাচ্ছেন বিএনপির এম এ হান্নান গ্রুপের নেতা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ কলেজের এডহক কমিটির প্রধান থাকুক।

এদিকে কলেজের সহকারী অধ্যাপক ওমর ফারুক বলেন, কুমিল্লার মধ্যে অন্যতম সেরা কলেজ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ। কলেজ প্রতিষ্ঠিত হতে অনেক রক্ত-ঘাম ঝরেছে। এডহক কমিটি নিয়ে দু গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব তা অবসান করে সবাই কলেজের উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান জানাই।

ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার বলেন, বৃহস্পতিবার রাতে গল্লাকের ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি অভিযোগ দিয়েছে। আমরা ঘটনা তদন্তে নেমেছি। ইউনিয়নের বিট অফিসারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা তদন্তে নেমেছে, আর এলাকার শান্তি রক্ষায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলেজে পুলিশ মোতায়েন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়