শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে ছাত্র অন্দোলনে নিহত আজাদ সরকারের লাশ কবর থেকে উত্তোলন

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে ছাত্র অন্দোলনে নিহত আজাদ সরকারের লাশ কবর থেকে উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজীগঞ্জের টোরাগড়ে নিহত আজাদ সরকার (৬৫)-এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। দাফনের ১ মাস পর ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাজীগঞ্জ পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের টোরাগড় উত্তর-পশ্চিম পাড়া গ্রামের মিজি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্যে লাশ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। হাজীগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজাদ সরকার হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ টোরাগড় গ্রামের সরকার বাড়ির মৃত আনু মিয়া সরকারের ছেলে। তার মৃত্যুর পরপরই লাশ বাড়িতে নিয়ে আসলে ঘটনার রাতেই জানাজা শেষে নিহতের নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দানশীল আজাদ সরকারের হত্যার শিকার হবার পরেই টোরাগড় গ্রাম অগ্নিগর্ভ হয়ে উঠে। আওয়ামী লীগ সরকার পতনের পরেই ছেলে আহমেদ কবির হিমেল বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামী হলেন টোরাগড় কাজী বাড়ির মৃত মেন্দু মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠু। একই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল ছিদ্দিক কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন। তাঁর নির্দেশে

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেনের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করা হয়। ময়নাতদন্তের পর ফের দাফন করা হবে।

আজাদ সরকারের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজাদ সরকার আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। ওই দিন আরও শতাধিক লোকজন আহত হন। তাদের অনেকে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়