প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পানিবন্দিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হয়, তাহলে তার বস কত টাকা দুর্নীতি করেছে?
----সাবেক এমপি হারুনুর রশিদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদণ্ডপন্থীরা । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলাবদ্ধতায় আটকে পড়া শত শত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের পানিবন্দি ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণপূর্ব এক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আজকের পরিবর্তন। আমরাও আন্দোলন করেছি ১৫ বছর ধরে, কিন্তু আমাদের আন্দোলনের রেজাল্ট আসেনি। ছাত্র- জনতার আন্দোলন এবং আত্মদানের কারণে মাত্র কয়েক দিনের মাথায় স্বৈরাচারের পতন ঘটে। এই জালেম সরকার এতোই অত্যাচারী ছিলো যে, 'আয়নাঘর’ বানিয়ে বছরের পর বছর মানুষকে গুম করে রাখতো। শেখ হাসিনা কতোটুকু অমানবিক হলে লোমহর্ষক আয়নাঘর বানাতে পারে! মানুষ কথা বলতে পারতো না। তার বিরুদ্ধে কেউ কথা বললেই অত্যাচার নেমে আসতো। এই যে আমার সামনে সাংবাদিক ভাইয়েরা আছেন, তারাও স্বাধীনভাবে লিখতে পারতেন না। টক শোতে কেউ সরকারের বিরুদ্ধে একটু কথা বললে রাতেই তার কাছে ফোন যেত। দুর্নীতির কথা আর কী বলবো? শেখ হাসিনার পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হন, তাহলে তার বস (শেখ হাসিনা) কত কোটি টাকা দুর্নীতি করেছে চিন্তা করে দেখেন।
গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আখন সুজন ও ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিলন পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন কোম্পানী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহম্মেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান কালু, ছাত্রদল নেতা মো. রাশেদ খান প্রমুখ ।
৬নং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী নিজ হাতে বিতরণ করেন লায়ন হারুনুর রশিদ। তিনি রোদের মধ্যে ট্রাকে উঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ দৃশ্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।