বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০

মাদ্রাসা অধ্যক্ষের অব্যাহতি চেয়ে আবেদন

ফরিদগঞ্জ ব্যুরো ॥
মাদ্রাসা অধ্যক্ষের অব্যাহতি চেয়ে আবেদন

রাজনৈতিক পটপরিবর্তনের পরে মুহূর্তেই দলীয় রাজনীতি পরিবর্তন করে সরকার দলীয় রাজনীতি করার সাথে সাথে মাদ্রাসা অধ্যক্ষ হিসেবে নানা অনিয়মের আশ্রয় নিয়ে মাদ্রাসার অর্থ লুটপাট করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে ফরিদগঞ্জের এক মাদ্রাসা অধ্যক্ষকে তার পদ থেকে অব্যাহিত দানের আবেদন করেছেন মোঃ ইসমাইল হোসেন নামে এক সাবেক ছাত্রনেতা। গতকাল ২৮ আগস্ট বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওই সাবেক ছাত্রনেতা উপজেলার রামদাসেরবাগ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানকে অব্যাহতি দেয়ার আবেদন করেন।

ইসমাইল হোসেন জানান, মোঃ মিজানুর রহমান একজন চতুর ব্যক্তি। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। ওলামা দলের ফরিদগঞ্জ শাখার সভাপতি ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দ্রুত নিজের দল পরিবর্তন করে ওলামা লীগের সভাপতি হন। এছাড়া তিনি রামদাসেরবাগ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে এই সুযোগে নানা অনিয়ম করেছেন। তাই তিনি এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই ইউএনও বরাবর তার অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেন তিনি। তিনি আবেদনে লিখেন, অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময় মাদ্রাসার অর্থ লুটপাট করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তিনি ওলামা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব থাকাকালীন অবস্থায় বিভিন্ন ভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন। তার প্রমাণ হলো তার আলিশান বাড়ি। একই সাথে তিনি ওলামা লীগের সভাপতি এবং মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দুটি পদ নিয়ে জাতির ক্ষতি করার অধিকার নেই। এমতাবস্থায় তাকে অত্র মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া একান্ত প্রয়োজন।

এদিকে ওই এলাকার এক অধিবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে পোস্ট করে লিখেন, কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা রাজনীতিতে জড়ানো ঠিক না। তিনি মহান পেশা শিক্ষক হিসেবে সম্মানিত। ফরিদগঞ্জের একটা মাদ্রাসার সুপারকে দেখলাম, ২০০৯ সালে থেকে ২০১৪ সালে বিএনপি, ২০১৫ সাল থেকে ২০১৮ সালে আওয়ামী লীগ। আবার ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ....ভাই লীগ। আবার ২০২৪ সালে জাতীয় পার্টি। এমন সুপারের পদত্যাগ চাওয়া কি ভুল হবে?

এ বিষয়ে মিজানুর রহমানের মুঠোফোনে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়