প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০
মাছ শিকারের জন্যে জাল-প্রস্তুতি
টানা বর্ষণে ডুবে গেছে মাছ চাষিদের মাছের ঘের, পুকুর এমনকি নদীও। এতে করে পানিতে টইটম্বুর ফসলি জমি ও নিচু জায়গাগুলোও। এতে বিভিন্ন ডোবা ও পানি জমে থাকা নিচু জায়গায় বিভিন্ন জালে ধরা পড়ছে দেশিয় প্রজাতি ও বিভিন্ন জাতের চাষের মাছ। তাই গ্রাম-গঞ্জে সাধারণ মানুষদের মাছ শিকারের প্রতিযোগিতাও চলছে বেশ। গতকাল ২১ আগস্ট বুধবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া ফকির বাড়ির কৃষক মাঠ এলাকায় এভাবেই মাছ শিকারের জন্যে জাল প্রস্তুত করতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।