প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে শিক্ষার্থীদের গির্জা পাহারা
গণঅভ্যুথানের কারণে সরকারের পতনের পর দেশব্যাপী অস্থিরতার সুযোগে সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনায় হামলা-ভাংচুর হয়েছে। এটি রোধে শিক্ষার্থীরা এমন ধর্মীয় স্থাপনা পাহারা দিতে শুরু করেছে। ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের খ্রিস্টান পাড়ার সাধু জোসেফের গির্জায় তারা এই পাহারা দিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামছুল ইসলাম রনি, জুনায়েদ খান, আশিক খান, পারভেজ, বুলবুল আহমেদ, সবুজ, সামছুল ইসলাম রনি, জিহাদ হাসান, ফরহাদ, আব্দুর গফুর, সাকিব, আহমেদ রাফি, প্রান্ত, আহমেদ আরমান, তানভীর হোসেন, সিহাব, সাকিব, আল-আমিনসহ শিক্ষার্থীরা এই পাহারায় অংশ নিয়েছেন। তারা জানায়, ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে তারা অন্য কাজগুলোর বাইরে পাহারার কাজ করছেন।