রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

এক ইলিশের দাম ৫ হাজার টাকার উপরে!

অনলাইন ডেস্ক
এক ইলিশের দাম ৫ হাজার টাকার উপরে!

এক ইলিশের দাম পাঁচ হাজার টাকার উপরে! শুনতে অবাক লাগলেও ঘটনা এমনই। মঙ্গলবার (১৩ আগস্ট ) দুপুরে চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে মিনাজ বেপারীর আড়তে বিক্রির জন্যে উঠে পদ্মার এই রাজা ইলিশটি। মাছটির ওজন ১ কেজি ৯২০ গ্রাম।

মিনাজ বেপারীর আড়ত পরিচালনাকারী ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন (৩৫) জানান, অরিজিনাল পদ্মা নদীর এই ইলিশটি হযরত আলী চেয়ারম্যানের জেলে নৌকার জেলেরা পেয়েছে। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকা পদ্মা-মেঘনা নদী বেষ্টিত। ওই এলাকার জেলেরা পদ্মায় গিয়ে ইলিশ শিকার করে।তাদের জালে বড় সাইজের কিছু ইলিশ ধরা পড়লে সেই ইলিশ চাঁদপুর মাছঘাটে নিয়ে আসা হয়।

সকালে ওই আড়ত থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা মণ দরে ২ হাজার ৬২৫ টাকা কেজি দামে বিক্রির জন্যে মাছটি ক্রয় করেন নবীর। সেটি তিনি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি করবেন। এই দামে বিক্রি করতে পারলে তাঁর সামান্য কিছু লাভ থাকবে।

জানা যায়, নদীর ইলিশ অপর্যাপ্ত হওয়ায় চাঁদপুর বড় স্টেশন ইলিশ ঘাটে ভরা মওসুমেও ইলিশের অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়