রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চাঁদপুরে জেলা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

আমাদের শহীদ ছাত্র-জনতার রক্ত আমরা বৃথা যেতে দেব না

----শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার ॥
আমাদের শহীদ ছাত্র-জনতার রক্ত আমরা বৃথা যেতে দেব না

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, কোনো আওয়ামী সন্ত্রাসী যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্যে ১৫ তারিখ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পাহারা থাকবে। আইন হাতে তুলে নিবেন না। তাদের পেলে প্রশাসনের কাছে সোপর্দ করা হবে।তাদের নামে গত ১৭ বছরে ১৭ লক্ষ অভিযোগ রয়েছে। মন্দির এবং হিন্দু ভাইদের প্রতি খেয়াল রাখবেন। ছাত্র-জনতা মিলে তাদের কোনো অসুবিধা হয় কিনা দেখবেন। আমাদের ছাত্র-জনতা শহীদ ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। শহীদ ভাইদের রক্ত স্বচ্ছ নির্বাচনের রক্ত। তাদের রক্তে স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হবে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে চাঁদপুর শহরে জেলা বিএনপির আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরস্থ চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, ৫ আগস্ট ছাত্র- জনতার আন্দোলনের ফলে এদেশে নতুন করে স্বাধীনতা এসেছে । সেই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে কিছু লোক বসে আছে। তার মধ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত একজন।আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি ।প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে অনুরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আওয়ামী লীগার, শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা। তাকে বহিষ্কার করুন।বিএনপি ভ্যানগার্ড হিসেবে অন্তর্র্বতীকালীন সরকারকে সহযোগিতা করে যাবে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা শুনতে পাই যে, সেই পরাজিত অপশক্তি ১৫ আগস্ট আবার মাঠে নামার চেষ্টা করছে। আমি নেতা-কর্মীদের বলবো, যেভাবে আপনারা রাত জেগে মন্দিরগুলোতে এবং হিন্দু ভাইদের বাসাবাড়ি পাহারা দিয়েছেন, ঠিক তেমনি সজাগ থাকবেন যেন এই আওয়ামী সন্ত্রাসীরা আর মাঠে নামতে না পারে। কোনোভাবেই আমরা শহীদ ভাইদের রক্ত বৃথা যেতে দিবো না।

চাঁদপুর জেলা বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, ১৫ আগস্ট সকল কাজকর্ম বিসর্জন দিয়ে পাড়া-মহল্লায় সকলে অবস্থান নিবেন। কোনো স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীদের মাথাচাড়া দিতে দেয়া যাবে না। আইন নিজের হাতে তুলে নিবেন না, প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে তুলে দিবেন।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, রঞ্জিত রাজপথের রক্ত এখনো শুকায় নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কে পদত্যাগ করতে হবে। কোনো অবস্থাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। বাংলাদেশের কোথাও হিন্দুদের ওপর আক্রমণ হয়নি। আমরা বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়েছি। তারা বলেছেন, চাঁদপুরসহ সারাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয় নি। তথাকথিত আওয়ামী লীগকে আর চাঁদপুরের মাটিতে উঠতে দেয়া হবে না। আওয়ামী লীগ বলে, আগস্ট মাস নাকি শোকের মাস। আগস্ট মাস হলো বিজয়ের মাস।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি সমাবেশে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক

অ্যাডঃ জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু, আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মনিরা চৌধুরী, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিব ভুঁইয়া, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ইব্রাহিম কাজী জুয়েল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, তাঁতী দলের আহ্বায়ক আলী আহম্মদ কমিশনার, সদস্য সচিব মজিবুর রহমান লিটন, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

উল্লেখ্য, ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর চাঁদপুর শহরে এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের বিশাল উপস্থিতি পরিলক্ষিত হয়। বিকেল তিনটার পর থেকে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়। পরে সেখান থেকে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপির বিরাট বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়