রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

মেঘনার ঘূর্ণাবর্তে নৌকাডুবি

২ জন নিখোঁজ, উদ্ধার ৩

স্টাফ রিপোর্টার ॥
মেঘনার ঘূর্ণাবর্তে নৌকাডুবি

চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন তিন নদীর মিলনস্থলে মেঘনার ঘূর্ণাবর্তে নৌকাডুবির ঘটনায় প্রবাসীর স্ত্রী ফাহিমা আক্তার ও সেতু নামে দুজন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে প্রবাসী নাঈম খানের বন্ধু মাজহারুল ও তার আত্মীয় মনিয়া আক্তারকে নদীর মাঝখান থেকে স্থানীয়দের ট্রলারের সহযোগিতায় স্পীডবোটে উদ্ধার করে তীরে নিয়ে আসা সম্ভব হয়েছে। পরে আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজ ২ জন নারী বলে জানা যায়।

মতলব দক্ষিণ উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকুন্দি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম খানের ছেলে দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম খান এক মাস পূর্বে ফাহিমা আক্তারকে বিয়ে করেন। স্ত্রী ও বন্ধু সহ পাঁচজন মিলে চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় এসে নৌকা ভাড়া নিয়ে নদীতে ঘুরতে যান। তাদের বহন করা নৌকাটি তীরে আসার সময় হঠাৎ ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ডুবে গেলে প্রবাসীর স্ত্রী ফাহিমা বেগম ও তার আত্মীয় সেতু আক্তার নদীতে তলিয়ে যান। এ সময় পাশ দিয়ে একটি স্পীড বোট যাওয়ার পথে তাদের তিনজনকে উদ্ধার করলেও দু’জন নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে চাঁদপুর কোস্ট গার্ড স্পীড বোর্ড নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করছে।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়া প্রবাসী নাঈম খান তার স্ত্রীর জন্যে কান্নায় ভেঙ্গে পড়েন। নৌকাডুবিতে দুজন নিখোঁজ হওয়ার খবর শুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা হাসপাতালে ও বড় স্টেশন এলাকায় ছুটে যায়। তারা সবাই মিলে নিখোঁজ দুজনকে উদ্ধার করার কাজে নিয়োজিত রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়