প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটস
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এতে দেশব্যাপী আইনশৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কের ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ে। ফলে সারা বাংলাদেশের ছাত্র জনতা ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়ে। এর অংশ হিসেবে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ বিএনসিসি প্লাটুন ও রোভার স্কাউটস অধ্যক্ষ মোঃ মাসুদ আহমেদের নির্দেশনায় হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড মোড়, কলেজ রোড ও আমিন রোডে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিএনসিসি প্লাটুন কমান্ডার মোঃ কামরুল হাছান ও রোভার স্কাউট লিডার মোঃ আনিছুর রহমান এবং জাহানারা আরজু শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত আছেন। তারা গত ৬ আগস্ট থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে অদ্যাবধি সংযুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অন্যান্য সংগঠনও উক্ত কাজে যুক্ত হয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করায় অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ সকলকে ধন্যবাদ জানান।