রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০

নারায়ণপুর পৌরসভার হালচাল-১

সারপাড় অংশের রাস্তা যেন মরণফাঁদ

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
সারপাড় অংশের রাস্তা যেন মরণফাঁদ

মতলব দক্ষিণ উপজেলার নবগঠিত নারায়ণপুর পৌরসভা। যার অস্থায়ী অফিস নারায়ণপুর পূর্ব বাজারে অবস্থিত সাবেক ইউপি কার্যালয়ে। এখানে আসার জন্যে পৌরবাসীকে যে রাস্তা ব্যবহার করতে হয় তা হলো নারায়ণপুর-জোড়পুল এবং নারায়ণপুর-কালিকাপুর সড়ক। যা নারায়ণপুর বাজারের পূর্বাঞ্চল তথা পৌরবাসীর প্রবেশ মুখ। এর মধ্যে নারায়ণপুর পূর্ব বাজার থেকে জোড়পুল এবং কালিকাপুরের দিকে যাওয়ার পথে সারপাড় চৌধুরী বাড়ির দিঘি পর্যন্ত রাস্তার বেহাল দশা চরমে। এই রাস্তাসহ বিভিন্ন শাখা রাস্তা ধরে নারায়ণপুর পৌরসভার সারপাড়, রসুলপুর, গোবিন্দপুর, বাদামতলী, বদরপুর, কালিকাপুর, দৌলতপুর, হরিদাসপাড়াসহ পৌরবাসী বিভিন্ন কাজে পৌরসভা কার্যালয়ে এসে থাকেন। সেবা নেয়ার জন্যে ভীড় জমান প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নারায়ণপুর পূর্ব বাজার দিয়ে জোড়পুল বাদামতলী হয়ে নারায়ণপুর পৌরসভা কার্যালয়ে প্রবেশের যে রাস্তাটি ব্যবহার করা হয় তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় এসব গর্তে। ভারী বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি তখন হয়ে যায় পথচারী এবং গাড়ি চালকদের জন্যে চলাচল অনুপযোগী। এটি যেন নারায়ণপুর পৌরবাসীর মরণফাঁদ। এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারী ও গাড়ি চালকগণ এখানে আসলে প্রায়ই শিকার হন দুর্ঘটনার। এটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায় নি স্থানীয় সরকার বিভাগের। ফলে দীর্ঘদিন নির্বাচন বঞ্চিত নারায়ণপুর ইউনিয়নবাসী থেকে নারায়ণপুর পৌরবাসীতে রূপান্তরিত হওয়া এক বিশাল জনগোষ্ঠী কাঙ্ক্ষিত যোগাযোগ সুবিধা থেকে অনেকটা দূরেই রয়েছে।

নারায়ণপুর পূর্ব বাজারের এই রাস্তাটি নারায়ণপুর-বলাখাল সড়ক। যা দেখভালের দায়িত্বে স্থানীয় সরকার বিভাগ। বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ সড়কের এই অংশটি সংস্কারের কোনো উদ্যোগ নিতে দেখা যায় নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ শিক্ষক শিক্ষার্থী, অসুস্থ রোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যাতায়াত করে থাকেন। বিড়ম্বনার শিকার হন সকল বয়সী পথচারী। সড়কের গর্ত এতোটাই বড় যে দেখতে মনে হয় অনেকটা পাশে থাকা বোয়ালজুড়ি খালের একটি অংশ। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনবিহীন দীর্ঘ সময় কাটানোর পর যখন একটি পৌর তকমা আমরা পেলাম তখন দেখি আগের তুলনায় আরো বেশি কষ্ট আমাদের ঘাড়ে চেপে বসেছে।

এ ব্যাপারে কথা বলেন নারায়ণপুর পৌর নাগরিক মোঃ নাছির উদ্দিন প্রধান। তিনি বলেন, আমাদেরকে প্রতিদিন কোনো না কোনো কাজে নারায়ণপুর বাজারে আসতে হয়। আমাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে এই রাস্তা দিয়ে আসতে অনেক সময় গাড়ি উল্টে পণ্যসহ কাদা পানিতে পড়তে হয়। আমাদের ছেলে-মেয়েরা স্কুল-কলেজ মাদ্রাসায় ঠিক মতো রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছে না। তিনি এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

সিএনজি অটোরিকশা ড্রাইভার মোঃ ওমর ফারুক বলেন, আমরা নারায়ণপুর পূর্ব বাজার থেকে জোড়পুল, কাশিমপুর, চৌমুহনী, কচুয়া এবং বলাখাল পর্যন্ত প্রতিদিন সিএনজি চালিয়ে থাকি। কিন্তু যখন সড়কটির সারপাড় অংশে আসি, তখন রাস্তার বেহাল দশার কারণে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারি না। তিনি আরও বলেন, রাস্তার পিচ উঠে বড় বড় গর্ত হয়ে গেছে। এটিকে এখন আর রাস্তা মনে হয় না। আমরা এ থেকে দ্রুত মুক্তি চাই।

এ বিষয়ে নারায়ণপুর পৌর সহায়ক কমিটির সদস্য মোঃ জমির হোসেন পাটোয়ারী বলেন, নারায়ণপুর পৌরসভার রাস্তার সারপাড় গ্রামের অংশটুকু অনেক খারাপ অবস্থায় আছে। এ বিষয়ে এই মুহূর্তে পৌর কর্তৃপক্ষের কিছু করার নেই। আমরা স্থানীয় সরকার বিভাগের সাথে সমস্যা সমাধানে যোগাযোগ করার চেষ্টা করবো।

এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান বলেন, উল্লেখিত সড়কটি সংস্কার করার জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন পাঠানো হবে। আবেদন অনুমোদন হলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়