প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০
বিপণীবাগ বাজার জঞ্জালমুক্ত : এই প্রথম পৌরসভার এমন উচ্ছেদ
চাঁদপুর শহরকে একটা পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ার কাজে মনোনিবেশ করেছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। শহরের রাস্তা ও গুরুত্বপূর্ণ মোড় প্রশস্ত করা এবং ফুটপাত নির্মাণ কাজ করে যাচ্ছে পৌরসভা। এ ব্যাপারে মেয়র জুয়েল আপসহীন।
|আরো খবর
গত মঙ্গলবার চাঁদপুর শহরের করিম পাটওয়ারী সড়ক প্রশস্তকরণ এবং সে সড়কে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শনে যান মেয়র জিল্লুর রহমান জুয়েল। তখন তিনি এ কাজের অংশ হিসেবে বিপণীবাগ বাজারের পুরাতন ভবনের (মার্কেট) সামনে অবৈধভাবে যে বহু খুপরি দোকান গড়ে উঠেছে, সেগুলো অপসারণের নির্দেশ দেন। একইসাথে করিম পাটওয়ারী বাড়ির সামনে এবং কলেজের পূর্ব গেইটের সামনে যেসব দোকান রয়েছে সে দোকানগুলোকেও ফুটপাতের জন্য কিছু অংশ ছেড়ে দিতে অনুরোধ জানান। মেয়র তখন বলেছিলেন দু-একদিনের মধ্যে এসব উচ্ছেদ করা হবে। যে কথা সে কাজ। মেয়রের নির্দেশনা এবং অনুরোধের প্রেক্ষিতে গত কয়েকদিন যাবত সে এলাকায় উচ্ছেদ চলেছে। বিশেষ করে বিপণীবাগ বাজারের যেসব অবৈধ দোকান রয়েছে, সেগুলো উচ্ছেদ কার্যক্রম ছিল আলোচিত এবং চোখে পড়ার মতো। বিগত দিন কখনো এমন উচ্ছেদ করা হয়নি। এখন রাস্তা থেকেই পৌরসভার পুরান মার্কেট দেখা যায়। তবে মেয়র বলেছেন, যারা যারা উচ্ছেদ হয়েছে তাদের প্রত্যেককে বাজারেই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পৌরসভার এমন কাজে শহরবাসী মেয়র জিল্লুর রহমান জুয়েলকে অভিনন্দন জানিয়েছেন।