প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক চার লেনে হবে
---মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হবে। এ বিষয়ে কাজ চলছে। আর এ সড়কটি চার লেনে উন্নীত হলে হাজীগঞ্জ বাজার এলাকায় অনেক বহুতল ভবন ভাঙ্গা পড়বে। এজন্যে আমি বাইপাস সড়কের প্রতি জোর দিয়েছি। এতে বাজারের যানজটও মুক্ত হবে এবং ভবনগুলো ভাঙ্গা পড়বে না। গতকাল বুধবার হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের (জেড-১৪২২) ১০ কিলোমিটার রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তিরপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
পৌরসভাধীন ১১নং ওয়ার্ড হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ১২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে এ রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তিরপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম আরো বলেন, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে বাইপাস সড়ক স্থাপনের জন্যে আমি কাজ করে যাচ্ছি। বিষয়টি নিয়ে বেশ ক’বছর আগে সার্ভে করা হয়েছে। ওই সার্ভে অনুযায়ী হাজীগঞ্জের বদরপুর হয়ে ওয়ারুক বাজার পর্যন্ত এলিভেটেডেট এক্সপ্রেসওয়ের আদলে বাইপাস সড়কটি করা হবে। এতে কম জমি নষ্ট হবে, আবার খরচও কম হবে। সড়কের নিচে কৃষি কাজও করা যাবে।
তিনি আরো বলেন, বাইপাস সড়কের বিষয়ে আমি সংসদে কথা বলেছি এবং যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। শুধু হাজীগঞ্জ-শাহরাস্তির পাশাপাশি আমি সারাদেশের জন্যে কথা বলি। কারণ, আমি মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্যে। দেশের মানুষের জন্যে। আর আমার কথাগুলো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলে থাকি। তিনি আছেন বলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। আমরাও আমাদের সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন করতে পেরেছি।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, তরুণ প্রজন্মই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তবে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব দিতে হবে। মানুষ যেনো তোমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তোমাদেরকে দেখে মানুষ যেনো মুখ ফিরিয়ে না নেয় এবং আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশমতো যদি চলো তোমাদের কোনো ভুল হবে না। তোমাদের কোনো ভয়ও থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, সড়ক ও জনপথ বিভাগ (সওজ)-এর নির্বাহী প্রকৌশলী মোঃ আলীউল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন।
বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সভাপ্রধানে ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ সেলিম মিয়া, পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী প্রমুখ। পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাফেজ মোঃ শাহজালাল।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক মোঃ সেলিম, বাবুল পাটওয়ারী, প্যানেল মেয়র আজাদ হোসেন মজুমদার, কাউন্সিলর মোঃ শাহআলম, শাহআলমসহ অন্য জনপ্রতিনিধি।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।