শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদের খতিবের মৃত্যুতে পুলিশ সুপারের শোক

হাছান খান মিসু ॥
চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদের খতিবের মৃত্যুতে পুলিশ সুপারের শোক

চাঁদপুর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আব্দুস সালাম মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম (বার)। একই সাথে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

হাফেজ মোঃ আব্দুস সালাম কিছুদিন পূর্বে রাস্তা পার হয়ে পুলিশ লাইন্স নার্সারি নিকটস্থ নিজ বাসায় যাওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন সোমবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাফেজ মোঃ আব্দুস সালাম ১৯৭২ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শাহেবগঞ্জ গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৯৪ সাল থেকে পুলিশ লাইন্স জামে মসজিদ চাঁদপুরের ইমাম হিসেবে নিয়োজিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ইমাম হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়