বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০

পাসপোর্টের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
পাসপোর্টের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আঞ্চলিক পাসপোর্ট অফিস, নারায়ণগঞ্জের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৩ জুন রোববার দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চাঁদপুর এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল। অভিযুক্ত মোস্তফা কামালের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।

মামলার এজাহারে বলা হয়, দুদক থেকে পাসপোর্টের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের কাছে সম্পদ বিবরণী জানতে চাওয়া হয়। সম্পদ বিবরণী পূরণ করে তা ০৬-০১-২০২১ খ্রিঃ তারিখে নিজ স্বাক্ষরে তারা জমা দেন।

মামলায় উল্লেখ করা হয়, কচুয়া উপজেলার সিঙ্গারা গ্রামের মোঃ মোস্তফা কামাল খান দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩,৮৫,৪৯৩/৩৫ (তিন লক্ষ পঁচাশি হাজার চারশত তিরানব্বই এবং পয়সা পয়ত্রিশ মাত্র) টাকার সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা তথ্য প্রদান এবং ৪৯,৩৪,২৭১/৩৫ (ঊনপঞ্চাশ লক্ষ চৌত্রিশ হাজার দুইশত একাত্তর এবং পয়সা পয়ত্রিশ মাত্র) টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলায় আরো উল্লেখ করা হয়, মোঃ মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তার পরস্পর যোগসাজশে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২,২৪,৮০২/৯১ (বত্রিশ লক্ষ চব্বিশ হাজার আটশত দুই এবং পয়সা একানব্বই মাত্র) টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা তথ্য প্রদান এবং ৪০,১৪,৩৬১/- (চল্লিশ লক্ষ চৌদ্দ হাজার তিনশত একষট্টি মাত্র) টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা তৎসহ দন্ডবিধি’র ১০৯ ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়