সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০০:০০

পুরাণবাজারে সংঘর্ষে প্রাণহানি : এলাকা পুরুষশূন্য

নিরীহ অনেককে জড়ানো হয়েছে মামলায়

স্টাফ রিপোর্টার ॥
পুরাণবাজারে সংঘর্ষে প্রাণহানি : এলাকা পুরুষশূন্য

চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ পৌর ১নং ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার দুই ছেলেকে প্রধান আসামি করে ২৮জন নামীয় এবং অজ্ঞাত ১৫০ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর পুলিশকে আহত করার অভিযোগে দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত দুই শতাধিক লোককে।

গত ১১ জুন রাতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ম্যারকাটিজ রোড ও নিতাইগঞ্জ রোডের দুই গ্রুপ এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আল-আমিন খান (৩২) নামের ম্যারকাটিজ রোডের এক অটো চালক নিহত হয়। পুলিশ টিয়ারসেল ও শর্টগ্যানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। নিহত আল আমিনের পিতা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু বাদী হয়ে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝিকে দুই নম্বর আসামি এবং তার দুই ছেলেকে এক ও ৩নং আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলায় বিএনপির নেতা-কর্মীদেরও জড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির অনেকেই বলছে, এর আগেও এখানে মারামারির ঘটনায় লাশ পড়েছে। উপজেলা নির্বাচন নিয়ে বিভক্ত হলেও তারা আগে একই গ্রুপেরই লোক ছিলো। মারামারি করলো তারা। আর নিরপরাধ নিরীহ কয়েকজনকে এই মামলায় আসামি করা হয়েছে। আসামি নামের মধ্যে বাপের নামে ভুল রয়েছে। অথচ নামে নামে জমে টানে। বাপের নামে গরমিল থাকলেও অনেকে ভয়ে গ্রেপ্তার এড়াতে বাড়ি-ঘর ছাড়া।

অপর মামলাটি দায়ের করেন পুলিশ বাদী হয়ে। এই দুই মামলায় গ্রেফতার এড়াতে পুরাণবাজার ১নং ওয়ার্ডের কয়েকটি এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়