প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
বাকিলায় সিএনজি অটোরিকশার সংঘর্ষে আহত ৭
নিবন্ধনহীন ও আনাড়ি চালকের বেপরোয়া গতির কারণে একটি সিএনজিচালিত অটোরিকশা সজোরে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটে দুর্ঘটনা। এতে করে নিবন্ধনহীন অটোরিকশাটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কার কারণে যাত্রীরা মারাত্মক আহত হয়। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা পূর্ব বাজারের খলাপাড়া এলাকায়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী খলাপাড়ার বাসিন্দা ইমাম হোসন, নজরুল ইসলাম নজু ও মোতালেব হোসেন জানান, নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশাটি রেলক্রসিং এলাকার সিলেটি সুমন নামের একজনের। অটোরিকশাটি যে ড্রাইভ করছিলো সে ছিলো বেপরোয়া। যাত্রীপূর্ণ থাকা অটোরিকশার সেই চালক চলাবস্থায় আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সাথে সাথে মারাত্মক আহত ৫ যাত্রীকে পিকআপে করে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা বেশি খারাপ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, ঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।