প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
সুজিত রায় নন্দীর বড় ভাই অশোক রায় নন্দীর স্মরণ সভা
অশোক রায় নন্দী তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন
-----------অধ্যাপক ড. মিজানুর রহমান
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই বাংলাদেশের প্রতিথযশা নাট্যযোদ্ধা, থিয়েটার-ঢাকার সাধারণ সম্পাদক নবযুগ প্রকাশনী এবং রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার, নাট্যজন প্রয়াত অশোক রায় নন্দীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজ গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।
তিনি বলেন, অশোক রায় নন্দী তার কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন। নির্ভুল ও নিখুঁতভাবে প্রকাশনী কাজ করার জন্যে বাংলাদেশে যে কজন লোক পাওয়া যেতো, অশোক রায় নন্দী তার অন্যতম। আমি বলবো অশোক রায় নন্দী নিজের জীবনকে উপভোগ করেছেন।
কারণ সে মানুষের জন্যে কাজ করেছেন। জীবনকে উপভোগ করতে হলে মানুষের জন্যে কাজ করতে হবে। আমরা সবাই মিলে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে হবে। তাহলেই মনে হয় অশোক রায় নন্দীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। কারণ তিনি এমন বাংলাদেশেই চাইতেন।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রধান উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজের সভাপতিত্বে স্মরণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, প্রয়াত অশোক রায় নন্দীর ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চলচিত্র নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য ইঞ্জিঃ সৈয়দ আহমেদ পাটওয়ারী, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার, সাবেক সিনিয়র শিক্ষক এবিএম আব্দুল মালেক মিজি।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস ও ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী।
সভায় অন্য বক্তারা বলেন, অশোক রায় নন্দী একজন ভালো মানুষ ছিলেন। সমাজ পরিবর্তনে তার অসামান্য অবদান ছিলো। সংস্কৃতি একটা সমাজকে পরিশুদ্ধ করে। কিছু মানুষ পৃথিবীতে জন্মায় নিজেকে প্রকাশ করার জন্যে নয়, নিজেকে বিলিয়ে দেয়ার জন্যে। অশোক রায় নন্দী ছিলেন সেরকম একজন মানুষ। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। এমন মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে প্রয়াত অশোক রায় নন্দীর কুমুরুয়া গ্রামের বাড়িতে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেন সবাই। দলমত ও ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দুপুরের খাবারে অংশ নেন।