বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০

শপথ নিলেন মতলব উত্তর-দক্ষিণের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা

অনলাইন ডেস্ক
শপথ নিলেন মতলব উত্তর-দক্ষিণের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচিত মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি, পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজুল হাসান রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার আঁখি শপথ নিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

২৮ মে মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।

এ সময় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নূরে আলম মিনা, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমাসহ মতলব উত্তর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

শপথ শেষে বিভিন্ন উপজেলার নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে সার্কিট হাউজের বাইরে নেতা-কর্মী ও সমর্থকরা মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি, ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজুল হাসান রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার আঁখি উপজেলার নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি বলেন, জাতীয় সংসদের চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম মতলবের উন্নয়নের রূপকার। তিনি মতলবকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতলবের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার জন্যে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

তিনি আরো বলেন, আমি তাঁর সঙ্গে একাত্মতা পোষণ করে মতলবকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতলবের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে সামনে রেখে কাজ করে যেতে চাই। তাঁর তত্ত্বাবধানে মতলব উত্তর উপজেলা একটি সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট, পরিবেশবান্ধব, মাদকমুক্ত ও সারাদেশের মধ্যে মডেল উপজেলায় রূপান্তরে নিরলসভাবে কাজ করে যাবো। সূত্র : স্টার নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়