প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী আজ
চাঁদপুর জেলা বিএনপির কর্মসূচি
আজ ৩০ মে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৩তম শাহাদাতবার্ষিকী। তিনি ছিলেন অদম্য সাহসী বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতাযুদ্ধের ঘোষণা উচ্চারণকারী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, দেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রূপকার। জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে শহীদ হন। শোকাবহ এই দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার, কাপড় বিতরণসহ ব্যাপক কর্মসূচি নিয়েছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। জাতি আজ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ বাণী দিয়েছেন।
চাঁদপুর জেলা বিএনপির কর্মসূচি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমণ্ডএর ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। স্থান চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা পর্যায়ে দলের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শহরস্থ সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম।