বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০

স্কুলগামী মেয়েদের ইভটিজিং ॥ তিন বখাটের এক মাস করে কারাদণ্ড

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
স্কুলগামী মেয়েদের ইভটিজিং ॥ তিন বখাটের এক মাস করে কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি স্কুলের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করা, অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেয়ার অপরাধে হামানকর্দ্দি গ্রামের তিন বখাটের প্রত্যেককে এক মাস (৩০ দিন) করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ মে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত অপরাধীরা হলেন জুম্মান পাঠান, সিয়াম ও কাউছার।

এর আগে সংবাদ পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বখাটে ইভটিজার ওই তিন তরুণকে গ্রেফতার করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনগণ ও জেলা পুলিশের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করা ও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন একটি সামাজিক ও ফৌজদারি অপরাধ। এই অপরাধ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর নিরলসভাবে কাজ করে চলেছে।

আমরা প্রত্যাশা করি অপরাধীরা সাজাভোগ শেষে আলোকিত জীবনে প্রত্যাবর্তন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়