প্রকাশ : ২৯ মে ২০২৪, ০০:০০
নৌপুলিশের অতিরিক্ত ডিআইজির ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
গতকাল মঙ্গলবার দুপুরে নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম হাইমচরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এদিন তিনি নীলকমল, চরভৈরবীর বাবুরচরসহ অন্যান্য এলাকায় যান ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকার ফসলি জমি পরিদর্শনসহ স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন।
এছাড়া তিনি এদিন মাঝেরচর থেকে মাছ ধ্বংসকারী বিপুল পরিমাণ চরঘেরা জাল উদ্ধার করে তা পুড়িয়ে ফেলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।