প্রকাশ : ২৮ জুন ২০২১, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥ চাঁদপুরে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে। গত বছরের এপ্রিল থেকে চলতি জুন মাস পর্যন্ত এই ১৫ মাসে চাঁদপুরে করোনা সংক্রমণের সকল রেকর্ড ভেঙ্গেছে গতকাল। গতকাল একদিনেই চাঁদপুরে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়। এই হিসেবে শনাক্তের হার ৩২.৩২ ভাগ। এর আগে সর্বোচ্চসংখ্যক শনাক্ত হয় ১৮ জুন শুক্রবার। এদিন ৬৫ জনে ২১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩২.৩০ ভাগ।
এদিকে গতকাল শনাক্ত হওয়া ৫৪ জনের মধ্যে ২৩ জনই চাঁদপুর সদর উপজেলার। গত ক’দিনের করোনার রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে যে, গতকাল ৩২.৩২ ভাগ শনাক্ত হলেও আগেরদিন শনিবার শনাক্তের হার ছিলো ২৭ ভাগ। এর আগেরদিন শুক্রবার ছিলো ৩১.৮৬ ভাগ, বৃহস্পতিবার ছিলো ২৫.৫৩ ভাগ। এভাবে সংক্রমণের হার উঠা-নামা করলেও গতকাল ছিলো সর্বোচ্চ। নতুন আক্রান্ত হওয়া ৫৪ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ২৩, মতলব দক্ষিণে ৮, ফরিদগঞ্জে ৭, হাজীগঞ্জে ২, মতলব উত্তরে ৪, হাইমচরে ৬, কচুয়ায় ৩ ও শাহরাস্তিতে ১ জন।
গতকাল নতুন আক্রান্ত ৫৪ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৩২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৬৭ জন, মারা গেছেন ১২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৩৬ জন।