বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষার সনদ ও সম্মানী বিতরণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষার সনদ ও সম্মানী বিতরণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩-এর সনদ ও সম্মানী বিতরণ করা হয়েছে। ২৫ মে শনিবার বেলা ১১টায় চাঁদপুর শহরের অ্যারোমা রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ১৭শ’ শিক্ষার্থীর সনদ ও সম্মানী তাদের প্রতিষ্ঠান প্রধানদের হাতে হস্তান্তর করা হয়।

একই অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, ভাইস চেয়ারম্যান নূরুল হায়দার সংগ্রাম ও মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নূর খান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আল্লামা মাহফুজউল্লাহ ইউসুফী, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেন, কচুয়া উপজেলা শাখার সভাপতি মানিক ভৌমিক, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি আলী আজগর মিয়াজী, হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলাম শফিক, মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সদর শাখার সহ-সভাপতি মাহমুদা খানম, আইভি হিরা, নাজমুন নাহার ও কোষাধ্যক্ষ মোঃ কাউসার পাটওয়ারী।

অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সবুজ ভদ্র।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। কেজি স্কুলের শিক্ষকদের স্বার্থরক্ষায় এই সংগঠনটি সারাদেশে কাজ করে যাচ্ছে। পাশাপাশি খুদে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনসহ সামাজিক এবং মানবিক কাজ করে যাচ্ছে। চাঁদপুরে এ সংগঠনটি অনেক ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আমরা এই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হুরাইরা মডেল একাডেমির অধ্যক্ষ সুমাইয়া বেগম, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের পরিচালক মৃদুল কান্তি দাস, মৈশাদী মডেল একাডেমির অধ্যক্ষ ফারহানা ইভা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ ওয়ালি উল্লাহ, ওয়াইডব্লিউসিএ স্কুলের শিক্ষক সোমা দত্ত, বদরখোলা মডেল একাডেমির মহিউদ্দিন নাদিম, তরপুরচণ্ডী মালেক স্মৃতি একাডেমির অধ্যক্ষ ফেরদৌসি বেগম, বাংলাবাজার আদর্শ একাডেমির অধ্যক্ষ মাসুদ কবিরাজ, তাকওয়া মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ আবুল বাসার, লাইসিয়াম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান রুবেল, ক্যামব্রিয়ান স্কুলের অধ্যক্ষ মোবাশ্বেরা রাণী, হাজী আমজাদ আলী স্কুলের পরিচালক ইসলাম হায়দার চৌধুরী, আল হেরা পাবলিক স্কুলের অধ্যক্ষ মোঃ হাজবুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন খাজা এনায়েত উল্লাহ একাডেমির অধ্যক্ষ মোঃ খাজা জুবায়ের, গীতা পাঠ করেন পুরাণবাজার মার্চেন্টস্ একাডেমির অধ্যক্ষ শতাব্দী আচার্যী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়