প্রকাশ : ২৬ মে ২০২৪, ০০:০০
ঘূর্ণিঝড় মোকাবিলায় চাঁদপুরও প্রস্তুত
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি শনিবার বিকেলের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত বিভিন্ন আশ্রয় কেন্দ্র। এদিকে উপকূলীয় অঞ্চলের আওতাভুক্ত জেলা চাঁদপুর হওয়ায় আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। চাঁদপুরে ৩৫৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা হেদায়েত উল্লাহ। তিনি জানান, জেলার চরাঞ্চলে চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলার দুটি করে মোট ছয়টি ইউনিয়ন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এসব ইউনিয়নে বাসিন্দাদের ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতার জন্যে মাইকিং করা হবে। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে থাকতে বলা রয়েছে।