প্রকাশ : ২৪ মে ২০২৪, ০০:০০
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সঙ্গীত প্রতিযোগিতায়
আজ জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় মানপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান
আজ ২৪ মে সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চাঁদপুর শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন, চাঁদপুরের সহযোগিতায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩১ বঙ্গাব্দ ও গত ৭-৮ মার্চ ৪২তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সঙ্গীত প্রতিযোগিতায় জাতীয় মানপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা এবং জাতীয় পর্যায়ে মানপ্রাপ্ত চাঁদপুর শাখার মোট ৩২জন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বরেণ্য অর্থনীতিবিদ, রবীন্দ্র গবেষক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর, জিল্লুর রহমান জুয়েল, মেয়র, চাঁদপুর পৌরসভা, বুলবুল ইসলাম, সহ-সভাপতি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।