প্রকাশ : ২৪ মে ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক শওকত আলী
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন সিঙ্গাপুরে অনুষ্ঠিত রোটারী ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগদানের জন্যে সিঙ্গাপুর গমন করেছেন। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারি (২০২৪-২৫) হিসেবে একইসাথে দায়িত্ব পালন করছেন। ২৩ মে সকাল আটটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। তিনি ২৩ মে থেকে ৪ জুন পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন। তার অনুপস্থিতিতে চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সাংবাদিক মোঃ শওকত আলী আলোকিত বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি এবং চাঁদপুর.টিভির সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্ব পালনে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।