প্রকাশ : ২৮ জুন ২০২১, ০০:০০
পৌর মেয়রের উপস্থিতিতে ফলপ্রসূ আলোচনা
‘রেলওয়ের সাথে সমন্বয় করে মোলহেডে উন্নয়ন কাজ করা হবে’
চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে বড়স্টেশন মোলহেড এলাকার কিছু উন্নয়ন কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আসা-যাওয়ার পথ আরও সহজ করতে বিকল্প একটি রাস্তা বের করে সেখানে কিছু কাজ করা হয়েছে। বড় স্টেশন রেললাইনের শেষপ্রান্তে সে রাস্তাটি করা হয়। যাতে বড়স্টেশন রাস্তা দিয়ে মোলহেডে যাওয়ার গাড়িগুলো ঢুকবে আর মাছঘাট সংলগ্ন ইলিশ ভাস্কর্যের পেছন দিয়ে এই রাস্তাটি দিয়ে বের হবে। সেই স্থানটি পর্যবেক্ষণের জন্যে চাঁদপুর সফর করেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের একটি প্রতিনিধি দল। গতকাল ২৭ জুন রোববার দুপুরে সেই জায়গাটি তারা পরিদর্শন করেন।
|আরো খবর
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলও সেখানে যান এবং রেলওয়ে কর্মকর্তাদের সাথে সমন্বয় করে আলোচনায় মিলিত হন। তখন পৌর মেয়র জনগণের চাহিদা মোতাবেক মোলহেডের জায়গার পর্যটন কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন। বিষয়টি আন্তরিকতার সাথে দেখা হবে বলে রেলওয়ে কর্মকর্তাগণ আশ্বস্ত করেন। ওই রাস্তাটির বিষয়ে পৌর মেয়রের সাথে রেলওয়ে প্রতিনিধি দলের ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনায় পৌর মেয়র এবং রেলওয়ের কর্মকর্তাগণ একমত হন যে, এই বড় স্টেশন মোলহেড এলাকায় সৌন্দর্যবর্ধনে এবং জনস্বার্থে যা কিছু করা হবে রেলওয়ের সাথে সমন্বয় করে করা হবে।
রেলওয়ে চাঁদপুর বড়স্টেশন মাস্টার সোহাইবুল শিকদার জানান, রেলওয়ের শেষপ্রান্তে পর্যটন কেন্দ্রের জন্যে যে রাস্তাটি বানানো হয়েছে, সেটি দেখার জন্যে চট্টগ্রাম অঞ্চলের রেলওয়ে কর্মকর্তাদের একটি তদন্ত টিম এসে দেখে গেছেন। পৌর মেয়রের সাথে এ বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, আরএনবি চট্টগ্রাম সত্যজিৎ দাশ, সহকারী নির্বাহী প্রকৌশলী (কুমিল্লা) মোহাম্মদ মোরসালিন, সহকারী এস্টেট অফিসার (পাহাড়তলী) মোঃ শহিদুজ্জামান, এসএসএই (ওয়ে) (লাকসাম) মোঃ লিয়াকত আলী, এসএসএই (পূর্ত) আতিকুর রহমান আখন্দ, কানুনগো কায়সার হামিদ, চীফ ইন্সপেক্টর (লাকসাম) মোঃ ইয়াসিন। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, প্যানেল মেয়র মোঃ হেলাল হোসাইন, স্থানীয় কাউন্সিলর শফিকুল ইসলাম, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি মানিক জমাদারসহ অনেকে।