বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০

পুরাণবাজার কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
পুরাণবাজার কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকা পুরাণবাজার বাতাসাপট্টিতে কৃষি ব্যাংকের একটি কক্ষ থেকে রাশেদ হোসেন (৩৫) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) সকালে ওই ব্যাংকের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাশেদ হোসেন কৃষি ব্যাংক পুরাণবাজার শাখার নৈশপ্রহরী। তিনি হাজীগঞ্জের এনায়েতপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুর রব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ এ ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। ২০২২ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজে অনার্সে ভর্তি হন। সে সময় রাশেদ হোসেন কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগ দেন। সে ব্যাংকের একটি কক্ষে ঘুমাতেন। সকালে ঝাড়ুদার লক্ষ্মণ ব্যাংকে এসে ব্যাংকের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে রুমের ভেতর ঝুলন্ত অবস্থায় নিরাপত্তা প্রহরী রাশেদ হোসেনকে দেখতে পায়। এ সময় সে ব্যাংক থেকে নিচে এসে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি অবগত করে।

ব্যাংক ম্যানেজার যুগেন্দ্র চন্দ্র পাল ব্যাংকে এসে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় নিরাপত্তা প্রহরী রাশেদকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কলেজ ছাত্র রাশেদ হোসেনের মৃত্যুটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। অবশেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক মোঃ শেখ মুহসীন আলম বলেন, লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়