প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০
নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ
চাঁদপুর সদর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন।
নিম্নে তা তা তুলে ধরা হলো- ‘প্রিয় চাঁদপুর সদর উপজেলার জনগণ এবং আমার নিঃস্বার্থ ভালোবাসার নেতা কর্মীরা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষীদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম। চেয়ারম্যান নতুন আসবে আবার যাবে, কিন্তু আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এবং আমাকে বিজয়ী করতে যে পরিমাণে কষ্ট করেছেন, ঘামণ্ডশ্রম ঝরিয়েছেন, তা কখনো ভোলা যাবে না। আপনাদের প্রতি আমি এবং আমার পরিবার চির কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন আমি যেনো আপনাদের পাশে থেকে সবসময় সেবা করে যেতে পারি। ইনশাআল্লাহ।