বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রাম থেকে সাব্বির হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়। সাব্বির ওই গ্রামের বুড়ির বাড়ির সৌদি প্রবাসী আবদুস সাত্তারের ছেলে।

স্থানীয় বাসিন্দা মোঃ ইউছুফ বলেন, ঘনিয়া গ্রামের বুড়ির বাড়ির সৌদিআরব প্রবাসী আঃ সাত্তারের দুই ছেলে। বড় ছেলে কিছুদিন পূর্বে প্রবাস থেকে দেশে আসে। ছোট ছেলে সাব্বির লেখাপড়া বাদ দিয়ে সম্প্রতি বখাটে নেশাগ্রস্ত ছেলেদের সাথে আড্ডা দিতো। এ নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করতো। পরে শুনেছি বসতঘরের জানালার গ্রিলের সাথে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজনের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে।

সাব্বিরের মা ফেরদৌসি বেগম ও বড়োভাই রিয়াজ বলেন, সাব্বির তার বসতঘরের জানালার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কোনো কারণ তারা জানেন না। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।

ফরিদগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন মৃধা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজনের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়