প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বিএনপির ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণকালে এমএ হান্নান
কথিত নির্বাচনে এই সরকারকে না বলুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আগামী ২৯ মে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২১ মে) উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, পৌর বিএনপি নেতা জাকির হোসেন গাজী, যুবদল নেতা রুবেল হোসেন, ফারুক খান, ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর হোসেন মঞ্জুসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় এমএ হান্নান বলেন, শেখ হাসিনার দুঃশাসনের কারণে অবাধ সুষ্ঠু নির্বাচন কোনো দিনই সম্ভব নয়। তাই এখানে ভোট দেয়াই অর্থহীন। এদের আমলে জাতীয় ও স্থানীয় সরকারসহ কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। তাই আগামী ২৯ মে ফরিদগঞ্জের কথিত নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে না গিয়ে এই সরকারকে না বলুন।