প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাকিব মাঝির মনোনয়নপত্র জমা
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তরুণ ও মেধাবী ছাত্রনেতা মোঃ রাকিব মাঝি।
১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের হাতে এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপসহ রাকিব মাঝির স্বজন ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের বিষয়ে মোঃ রাকিব মাঝি বলেন, আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। এটি আমার স্বপ্ন পূরণ এবং লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ। আমি স্বপ্ন দেখি একজন জনপ্রতিনিধি হিসেবে দেশ এবং মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করবো। সে স্বপ্ন থেকেই আমি আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি।
রাকিব মাঝি বলেন, আমি বিশ্বাস করি, সততা, পরিশ্রম এবং ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে মানুষ তার স্বপ্ন পূরণের যে কোনো কাজে সফল হতে পারে। আমার বাবা এবং পরিবার থেকে পাওয়া মানবিক শিক্ষাকে কাজে লাগিয়ে আমি চাঁদপুরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলা পরিষদকে সকল মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।