প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে ঘুমন্ত ব্যবসায়ীর লাশ মিললো সকালে
অন্য সকল দিনের মতো এশার নামাজ পড়ে নিজ রুমে ঘুমাতে যান ক্যারাম বোর্ড ব্যবসায়ী খোকন মিয়া (৫৫)। সকালে শয়ন কক্ষেই মিললো তার ঝুলন্ত লাশ। ১৯ এপ্রিল শুক্রবার সকালে পুলিশ খোকন মিয়ার লাশটি উদ্ধার করে। ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার বদরপুর গ্রামের মোল্লা বাড়িতে। মৃত খোকন মিয়া ২ ছেলে ও ২ মেয়ের জনক। তিনি হাজীগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় ক্যারাম বোর্ড ব্যবসায়ী ছিলেন।
নিহতের মেয়ে সুমি জানান, রাতে এশার নামাজ পড়ে বাবা ঘরে আসেন। রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে পাশের ঘর থেকে একজন মহিলা এসে আমাকে ডাকে। পরে আমার বাবার খোঁজ নেয়। বাবার কক্ষের দিকে গিয়ে দেখি দরজা খোলা। আমার বাবা ঝুলছে। অবশ্য এর আগে আমরা ঘুম থেকে উঠে সকালে ঘরের দরজা-জানালা খোলা দেখতে পেয়েছি। আমার বাবা আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করেছে বিষয়টি এখনই বুঝতে পারছি না। আমরা তদন্তপূর্বক বিচার চাই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই বিস্তারিত বোঝা যাবে।