প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
৪৮ দিনে ৩৭৭ জেলে আটক
মেঘনায় পাঁচ নৌকাসহ ২০ জেলে আটক ॥ ১৭ জনের বিরুদ্ধে মামলা
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় চাঁদপুর ইলিশ অভয়াশ্রমে ৫টি জেলে নৌকাসহ ২০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এ নিয়ে মার্চ-এপ্রিল দুইমাস মাছ ধরার নিষেধাজ্ঞায় জাটকা নিধন প্রতিরোধের চলমান এ অভিযানে গত ৪৮ দিনে ৩৭৭ জন জেলে আটক হয়েছে।
গত ২৪ ঘন্টার অভিযানের ১৮ এপ্রিল সকাল সাড়ে ৭টায় চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, মিনি কক্সবাজার ও চিরারচর নামক স্থানের মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশের এক প্রেসনোটে ওসি কামরুজ্জামান এ তথ্য জানান।
গ্রেফতারকৃত জেলেরা হলো : আবু তাহের তফাদার (৩৪), মোঃ নিরব বেপারী (১৯), মোমিন বেপারী (১৯), সবুজ হাওলাদার (১৯), সাং-মুন্সিকান্দি, ৪নং ওয়ার্ড, চরআত্রা ইউনিয়ন, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, মোঃ ভাসানী (২৬), মোঃ শরীফ ঢালী (২১), উভয় সাং-বেড়াচাকি, ৯নং ওয়ার্ড, চরসেনসাস ইউনিয়ন, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, মোঃ খোকন খাঁ (৩৫), সাং-শ্রীরামপুর, ৩নং ওয়ার্ড, লক্ষ্মীপুর ইউনিয়ন, থানা ও জেলা-চাঁদপুর, মোঃ মাঈনুদ্দিন ছৈয়াল (২৭), মোঃ মাসুদ তালুকদার (২৮), উভয় সাং-যমুনা রোড, ৭নং ওয়ার্ড, পৌরসভা চাঁদপুর, মোঃ ফারুক গাজী (২৬), সাং-বাঁশগাড়ি, ৯নং ওয়ার্ড, সর্ব থানা-চাঁদপুর সদর, মোঃ কালু বকাউল (১৯), সাং-হাশেম বকাউলকান্দি, ৩নং ওয়ার্ড, তারাবুনিয়া ইউনিয়ন, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, রবিউল হোসেন বেপারী (২১), সাং-যমুনা রোড, ৭নং ওয়ার্ড, আবুল কালাম হোসেন তাঁতী (১৯), সাং-আবুল প্রধানিয়াকান্দি, ৫নং ওয়ার্ড, রাজরাজেশ্বর ইউনিয়ন, উভয় থানা-চাঁদপুর সদর, শরিফুল ইসলাম বেপারী প্রকাশ তাহের (৩২), মহসীন মাঝি (২০), মোঃ রিফাত শেখ (২২), শাকিল বেপারী (২০), সর্ব সাং-চন্ডীপুর পূর্ব পাঁচগাঁও, কেদারপুর ইউনিয়ন, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, মোঃ শাহীন বেপারী (১৩), রাকিব হোসেন মাল (১৪), উভয় সাং-মুন্সিকান্দি, ৪নং ওয়ার্ড, চরআত্রা ইউনিয়ন, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, মোঃ শিপন গাজী (১২), সাং-বেড়াচাকি, ৯নং ওয়ার্ড, থানা-সখিপুর, জেলা-শরিয়তপুর।
এ সময় তাদের হেফাজত হতে ১০০ মিটার সুতার তৈরি লাসা জাল, ২৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫টি ইঞ্জিনচালিত জেলে নৌকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটক ২০ জন অসাধু জেলের মধ্যে ১৭ (সতেরো) জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৪টি নিয়মিত মামলা দায়ের এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। মামলার জব্দকৃত জাল ও নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে।