বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না নাসরিন জাহান শেফালী

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না নাসরিন জাহান শেফালী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। ১৮ এপ্রিল বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সভায় বিদায়ী বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমার স্বামীর আবদার রাখতে গিয়ে আমি নির্বাচনে অংশ নেই। আপনাদের দোয়ায় আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন, আমার সবকিছু ঢাকাতে, এখানে আমার বড় সমস্যা থাকা ও খাওয়ার। আপনারা দোয়া করবেন, যেনো আগামীতে আরও বড় পরিসরে আপনাদের মাঝে এসে বক্তব্য রাখতে পারি। আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্যে দোয়া করবেন।

এর পূর্বে বেলা ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন, শাহরাস্তি থানার ওসি (তদন্ত), শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সূচিপাড়া ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির, মোশারফ হোসেন পাটোয়ারী, আঃ রাজ্জাক ও মাহতাব উদ্দিন হেলাল। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়