বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও চিকিৎসক নারায়ণ চক্রবর্তীর জীবনাবসান

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও চিকিৎসক নারায়ণ চক্রবর্তীর জীবনাবসান

ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ নারায়ণ চক্রবর্তীর জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। ১৭ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা সদরস্থ কাছিয়াড়া গ্রামের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডাঃ নারায়ণ চক্রবর্তীর প্রয়াণ পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের পৈত্রিক বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ডাঃ নারায়ণ চক্রবর্তী জীবদ্দশায় প্রায় ৬৩ বছর চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। ফরিদগঞ্জ উপজেলাসহ আশেপাশের মানুষকে চিকিৎসা সেবাদানের জন্যে ফরিদগঞ্জ থানার সামনে অন্নপূর্ণা হোমিও হল নামে চিকিৎসা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। যা থেকে ফরিদগঞ্জ উপজেলাসহ আশেপাশের কয়েকটি উপজেলার মানুষজন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

ডাঃ নারায়ণ চক্রবর্তীর জন্যে আশীর্বাদ প্রার্থনা করেছেন তার বড় ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী।

ডাঃ নারায়ণ চক্রবর্তীর মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ লেখক ফোরাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজলা শাখা, বিবেকানন্দ যুব সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠনক গভীর শোক প্রকাশ করেছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

চাঁদপুর কণ্ঠ পরিবার

দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র ব্যুরো ইনচার্জ প্রবীর চক্রবর্তীর পিতা ডাঃ নারায়ণ চক্রবর্তীর মৃত্যুতে চাঁদপুর কণ্ঠ পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

চাঁদপুর প্রেসক্লাবের শোক

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চাঁদপুর কণ্ঠ ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর বাবা ফরিদগঞ্জের প্রখ্যাত চিকিৎসক ডাঃ নারায়ণ চক্রবর্তী পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমনসহ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।

মৃত্যুকালে ডাঃ নারায়ণ চক্রবর্তীর বয়স হয়েছিলো ৮৫ বছর। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরস্থ কাছিয়াড়া গ্রামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়