প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
সালিসে গিয়ে হত্যার শিকার সালিসদার
মতলব উত্তরে পারিবারিক একটি সালিস বৈঠকে সুরুজ আলী প্রধান (৬৪) নামে এক ব্যক্তিকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
১৬ এপ্রিল মঙ্গলবার ১২টার দিকে ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্রামের মৃত কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
ঘটনার পর কবির হোসেনকে গণধোলাই দেয় স্থানীয়রা। কবিরকে আশঙ্কাজনক অবস্থায় তার স্বজনরা চিকিৎসার জন্য নিয়ে যায়।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান (৬৪)-এর বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাম্য সালিস বৈঠক হয়েছিল। একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেন (৩১)কে সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান শাসনস্বরূপ চড় দিলে কবির হোসেনও তাকে কিল-ঘুষি মারে। এতে আঘাত পেয়ে সুরুজ আলী প্রধান অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সুরুজ আলী প্রধানকে মারধর করার পর মতলব দক্ষিণ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে কবিরকে গণধোলাই দেয় স্থানীয়রা। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে স্বজনরা নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।