প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুরে মঙ্গল শোভাযাত্রায় ৮ম বারের মতো প্রথম হলো বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদ
চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাকে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদ বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রাণবন্ত করে তোলে। সেজন্যে প্রতিষ্ঠান/সংগঠন ক্যাটাগরিতে প্রথম হয়। এ নিয়ে অষ্টমবারের মতো প্রথম হলো মোহন বাঁশি স্মৃতি সংসদ।
স্মৃতি সংসদের চিত্রশিল্পীরা শোভাযাত্রাটিকে সৌন্দর্যমণ্ডিত করতে বিভিন্ন সাজ সজ্জায় পেঁচা, প্রকৃতি ও সংস্কৃতি, রূপালী ইলিশ, বর কনে, ময়ূরসহ নানান প্রতিকৃতি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অজিত দত্তের নেতৃত্বে তৈরি করেন। এতে যাদের অবদান, তারা হচ্ছেন : সংগঠনের শিক্ষার্থী অর্পিতা দত্ত, মম, সুমা, সায়ন্তিনী দাস, প্রিয়ন্তি দত্ত, পালকি কর্মকার, নাফিসা, সাদিয়া ইসলাম, আদিবা নূর, জিনিয়া ইসলাম, সৃজন সরকার, প্রান্ত ঘোষ, অনিক দে, আরাফ খান, মেহেরাজ শুভ, অঙ্কিতা দাস, ন্যান্সি চাকমাসহ আরো অনেকে। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন।