প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
স্বাবলম্বীকরণে চাঁদপুর রোটারী ক্লাবের রিকশা বিতরণ
৮ এপ্রিল সোমবার বিকেলে চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে স্বাবলম্বীকরণে ২টি রিকশা বিতরণ করা হয়েছে। চাঁদপুর রোটারী ভবনের সামনে এ রিকশা বিতরণ অনুষ্ঠিত হয়। এদিন উপকারভোগী দুজনের হাতে দুটি রিকশা তুলে দেন ক্লাবের সদস্যবৃন্দ।
চাঁদপুর রোটারী ক্লাবের বর্তমান সভাপতি রোটাঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী উজ্জ্বল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও ক্লাব লার্নিং ফ্যাসিলেটেটর রোটাঃ তমাল কুমার ঘোষ আরএফএসএম, সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ, আইপিপি রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী আরএফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফ, সহ-সভাপতি রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ নাজিমুল ইসলাম এমিল, রোটাঃ গোপাল চন্দ্র সাহা পিএইচএফ, সদস্য রোটাঃ অ্যাডঃ ভাস্কর দাস, অ্যাডঃ আলেয়া বেগম, আবু সাঈদ কাউসার প্রমুখ।